Site icon Jamuna Television

হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম

যমুনা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের মৃত্যুতে হবিগঞ্জের যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা সাড়ে ৩টায় জেলার মাধবপুর উপজেলার বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ আক্তার হোসেন।

এর আগে গ্রুপ চেয়ারম্যানের স্মৃতিচারণ ও রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন যমুনা টায়ার এন্ড রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক ইবনে আবু বকর, মহাব্যবস্থাপক প্রশাসন সফিকুর রহমান, প্রকৌশলী স্বপন শর্মা, ওরাইন এইচটিএফ লিমিটেডের মহাব্যবস্থাপক (উন্নয়ন) বিনয় কুমার, মহাব্যবস্থাপক সিরাজুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন যমুনা স্পিনিংয়ের উপ-মহাব্যবস্থাপক মাননিয়ন্ত্রণ বাহার উদ্দিন, সহ-মহাব্যবস্থাপক নিরীক্ষা এসএম সিরাজুল ইসলাম, আরজু মিয়া মেম্বার, বেনু মিয়া প্রমূখ। জানাজার নামাজে হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন।

Exit mobile version