Site icon Jamuna Television

মাদারীপুরে ভেজাল খাদ্য কারখানায় এনএসআই’র অভিযান

স্টাফ রিপোর্টার:

মাদারীপুরে শিশুদের ভেজাল খাদ্য, নকল হ্যান্ড স্যানিটাইজার ও কসমেটিক্স তৈরী কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই।

মঙ্গলবার দুপুরে জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দারাদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। এ সময় এনএসআই’র কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে মা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কারখানার মালিক আব্দুর রশিদ মুন্সী পালিয়ে যায়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের মাধ্যমে কারখানার অন্য শ্রমিকদের সহযোগিতায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার মাদারীপুরের উপ-পরিচালক মো. সাইদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে নামিদামি কোম্পানির মোড়ক ব্যবহার করে কারখানাটিতে শিশুদের ভেজাল খাদ্য, বিভিন্ন ধরণের নকল প্রসাধনী, জীবাণুনাশক তৈরী করে আসছে এমন সংবাদের ভিত্তিতে রাজৈর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

এ সময় কারখানার মালিক পালিয়ে গেলেও জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা। পরে কারখানাটি সীলগালা করে দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Exit mobile version