Site icon Jamuna Television

বোয়ালমারীতে বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনতাই

বৃদ্ধাকে পরে ২ হাজার টাকা ও খাবার কিনে দেয়া হয়।

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিনব কায়দায় এক বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, টাকা তুলে আম ও চাল কিনতে বাজারে যাওয়ার পথে চৌরাস্তা এলাকায় ওই বৃদ্ধার তিন হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর নাম সাহেরা বেগম (৮৭)। তিনি বোয়ালমারী উপজলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলা সমাজসেবা অধিদফতরের আওতায় অস্বচ্ছল বয়স্কদের ভাতার টাকা পরিষদ চত্বরে বিতরণ করে সোনালি ব্যাংক। ওই বৃদ্ধা তার টাকা নিয়ে আম ও চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। এসময় দুই যুবক এসে তাকে ভালো আম কিনে দেয়ার কথা বলে পাশাপাশি হাটার একপর্যায়ে বৃদ্ধার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

সাহেরা বেগম জানান, ওই ব্যাগে তার ভাতার তিন হাজার টাকা ছিলো। এরপর তাকে রাস্তায় বসে চিৎকার করে কাঁদতে দেখে স্থানীয়রা ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়।

ইউএনও ঝোটন চন্দ এর সহকারী জামাল উদ্দিন বলেন, সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ছিলেন না। তবে ওই বৃদ্ধাকে ২ হাজার টাকা ও খাবার কিনে দেয়া হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version