Site icon Jamuna Television

লক্ষ্য ভ্রষ্ট চেলসির ১২ টি শট!

নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ চারে জায়গা নিশ্চিত করার লড়াইয়ে এগিয়ে গেল চেলসি। গোল মিসের মহড়ার ম্যাচে দলের একমাত্র গোলটি করে অলিভিয়ের জিরু।

অবনমন নিশ্চিত হয়ে যাওয়া নরউইচ সিটির বিপক্ষে সহজ জয় পাওয়ার কথা ছিলো চেলসির। ম্যাচের শুরু থেকেই দাপুটে ছিলে ল্যাম্পার্ড শীষ্যরা। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পাওয়া যাচ্ছিল না। অবশেষে ৪৫ মিনিটে পুলেসিচের ক্রস থেকে ব্লদের লিড এনে দেন অলিভিয়ের জিরু।

দ্বিতীয়ার্ধেও একাধিক আক্রমন হয়েছে। কিন্তু সাফল্য পায়নি গোল মিসের মহড়া দেয়া এসপিলিকোয়েটা, পুলেসিচ, জিরুরা। লক্ষ্য ভ্রষ্ট হয়েছে চেলসির ১২টি শট। আর ছয়টি শট অনটার্গেটে হিট করলেও প্রতিহত হয়েছে পাঁচটি আক্রমণ। এই জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান সুসংহত করলো চেলসি।

Exit mobile version