Site icon Jamuna Television

এবার একুশে পদক পেলেন একুশ গুণীজন

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর একুশে পদক দেয়ার জন্য একুশ জনের নাম ঘোষণা করেছে সরকার। আজ (বৃহস্পতিবার) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০১৮ সালের একুশে পদকের জন্য এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্তরা হলেন: ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার প্রয়াত আ. জা. ম. তকীয়ুল্লাহ এবং অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। প্রয়াত হুমায়ূন ফরীদিকে (হুমায়ূন কামরুল ইসলাম) অভিনয়ের জন্য এবার এ পদকে ভূষিত করা হয়েছে। সমাজসেবায় সম্মানজনক এই পদক পাচ্ছেন নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা ইলিয়াস কাঞ্চন। সাংবাদিকতায় এবার রণেশ মৈত্র, গবেষণায় প্রয়াত ভাষাসৈনিক অধ্যাপক জুলেখা হক, অর্থনীতিতে মইনুল ইসলাম। ভাষা ও সাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম, সাইফুল ইসলাম খান (কবি হায়াৎ সাইফ), সুব্রত বড়ুয়া, রবিউল হুসাইন ও মরহুম খালেকদাদ চৌধুরী পদকের জন্য মনোনীত হয়েছেন। শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্র মোহন রাজবংশী, মো. খুরশীদ আলম ও মতিউল হক খান পাচ্ছেন সংগীতে। এছাড়া, এবার নৃত্যে একুশে পদক পাচ্ছেন মীনু হক, নাটকে নিখিল সেন, চারুকলায় কালিদাস কর্মকার এবং আলোকচিত্রে গোলাম মুস্তাফা মনোনীত হয়েছেন।

যমুনা অনলাইন : আরএস

Exit mobile version