Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৬৩ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত ৬৩ হাজার

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ সংখ্যা ৬০ হাজারের ঘর থেকে নামছেই না। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৬৩ হাজারের বেশি শনাক্ত দেখেছে দেশটি।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা ও বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আরও ৬৩ হাজার ৩৬২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ২০ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৮৫০ জনের। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪৩২ জন। করোনায় মৃত্যুর বৈশ্বিক তালিকায়ও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণের অধিকাংশই হচ্ছে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে। পরিস্থিতি বিপজ্জনক দেখে বিধিনিষেধ উঠিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে ক্যালিফোর্নিয়াসহ অনেক অঙ্গরাজ্য।

Exit mobile version