সাভারে শিল্প পুলিশে কর্মরত অবস্থায় করোনায় আক্রান্তের পর সুস্থ হওয়া পুলিশ সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ-১ এর হলরুমে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যদের মাঝে পিপিই, ঔষধসহ করোনা হতে নিরাপদ থাকার জন্য বিভিন্ন স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিনুর রহমান বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনা অনুযায়ী বর্তমান শিল্প পুলিশ সদস্যরা অত্যন্ত ঝুঁকি নিয়ে অর্পিত দায়িত্ব পালন করছে। দায়িত্বরত সকল পুলিশ সদস্যদের শিল্প এলাকায় আন্তরিকতার সাথে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান তিনি। এছাড়া পুলিশের দায়িত্ব ঝুঁকিপূর্ণ, ঝুঁকির কথা বিবেচনা করে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি।
পরে করোনা আক্রান্ত হয়ে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, সহকারী পুলিশ সুপার আউয়াল হোসেন, আবু জাফর মোহাম্মদ সালেহসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

