Site icon Jamuna Television

‘সাহেদ দলের কেউ না, ভুয়া সার্টিফিকেট দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে’

ফাইল ছবি

সাহেদ করোনাকে প্রতিহত করার বদলে ভুয়া সার্টিফিকেট দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। দুপুরে নিজ বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাহেদকে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে বিচার বিভাগের কাছে হস্তান্তর করবে। তবে তার মতো ব্যক্তির সর্ব্বোচ্চ শাস্তির সব ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, সাহেদ আওয়ামী লীগের কেউ নয়। সে প্রতারণা করে টেলিভিশন থেকে শুরু করে সব জায়গায় স্থান করে নিয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না।

Exit mobile version