Site icon Jamuna Television

পানির চাপে ভেঙ্গে গেছে নাটোরের সিংড়া-তেমুখ নওগাঁ সড়ক

নাটোরে রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে।

স্টাফ রিপোর্টার, নাটোর:

পানির চাপে ভেঙ্গে গেছে নাটোরের সিংড়া-তেমুখ নওগাঁ সড়ক। এতে করে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তা ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করায় বাড়ি ঘরে ঢুকে পড়েছে পানি। বালির বস্তা দিয়ে সড়কটির বাকি অংশটুকু বাঁচানোর চেষ্টা করছে এলজিইডির কর্মীরা।

এলাকাবাসী জানান, গত দুই মাস আগেই তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় সিংড়া-তেমুখ নওগাঁ সড়ক। কিন্তু গত রাত তিনটার দিকে বন্যার পানির চাপে সড়কটির নাগরকান্দি এলাকার দুটি জায়গা ভেঙ্গে যায়। ওই স্থান দিয়ে তীব্রভাবে পানি প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলের জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এছাড়াও সড়কের ওপর দিয়ে পানি উপচে পড়ে লোকালয়ে প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ বন্যার পানি কম থাকার সময় বারবার বলার পরেও কেউ কর্ণপাত করেননি। তাছাড়া রাস্তা নিচু হওয়ার কারণে অতি সহজেই বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।

ইউএইস/

Exit mobile version