Site icon Jamuna Television

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত জামাল হোসেন উপজেলার কবীরপুর বাজার পাড়ার মৃত মহসিন আলীর ছেলে ও জামাল অটো শোরুমের মালিক।

শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, আজ বুধবার সকালে জামাল হোসেন মোটরসাইকেলযোগে বাকিতে বিক্রিত মোটরসাইকেলের কিস্তির টাকা আদায়ের জন্য হাট ফাজিলপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়।

সে সময় স্থানীয়রা দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে প্রথমে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জামালের অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করে। তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান।

ইউএইস/

Exit mobile version