Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে আম ব্যবসায়ী হত্যাকাণ্ডে তিনজন গ্রেফতার

গ্রেফতারকৃত বামে সাদ্দাম হোসেন, মাঝে বেলাল হোসেন এবং ডানে রোকনুজ্জান।

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আম ব্যবসায়ী আশরাফ আলী হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার বিকেলে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার ভামদা গ্রামের আমিনুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩২), দূর্গাপুর গ্রামের দরমিয়ান আলীর ছেলে বেলাল হোসেন (২৩) ও জগথা কলেজপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রোকনুজ্জামান (২৩)।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে উপজেলার খটশিংগা এলাকা হতে আম ব্যবসায়ী আশরাফ আলীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার দলপতিপুর গ্রামের কালু মোহাম্মদের ছেলে।

ইউএইস/

Exit mobile version