Site icon Jamuna Television

ঢাকা মেডিকেলে স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবিতে নেয়া হলো সাহেদকে

করোনা কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তারপর তাকে হেলিকপ্টারযোগে আনা হয়েছে ঢাকায়। র‍্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে উত্তরায় তার একটি কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার সমপরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।

তারপর পুনরায় র‍্যাব সদর দফতর ঘুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বিরুদ্ধে করা প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করায় তাকে সেখানে নেয়া হলো।

Exit mobile version