Site icon Jamuna Television

যমুনা গ্রুপের চেয়ারম্যানের জন্য ময়মনসিংহে দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত

ময়মনসিংহ ব্যুরো:

যমুনা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফেরাত কামনায় ত্রিশাল যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে বুধবার দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক অধ্যাপক অনন্ত কাদেরের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র এবি এম আনিছুজ্জামান, ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, যমুনা টিভির ব্যুরো চিফ হোসাইন শাহীদ, সাংবাদিক অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, রফিকুল ইসলাম শামীম, মোহাম্মদ আলমগীর কবীর, মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, মতিউর রহমান সেলিম, দেলোয়ার হোসেন, মামুনুর রশিদ, মামুন তালুকদার, আতিকুল ইসলাম, হুমায়ুন কবীর, ইমরান হাসান, রোকুনুজ্জামান সরকার রাহাদ, হেদায়েত উল্লাহ, কবি সাহিত্যিক স্বজন বন্ধু সজীব আহমেদ, আবু রায়হান শিথিল, রিয়াদুল ইসলাম প্রমুখ।

মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তফা আল হোসাইন। স্মরণ সভা ও দোয়া মাহফিলের শেষে প্রেসক্লাবের সামনে থেকে শোক র‌্যালি বের হয়।

ইউএইস/

Exit mobile version