Site icon Jamuna Television

নাম না নিয়েই বিজেপিকে মমতার হুঁশিয়ারি

এবার নাম না নিয়েই বিজেপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘুর্ণিঝড় আম্ফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতির অভিযোগ তোলায় এমন হুঁশিয়ারি দিয়েছেন বলে জানায় হিন্দুস্তান টাইমস।

বুধবার রাজ্যের প্রশাসনিক দফতর নবান্নে নাম না নিয়েই বিজেপিকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘বেশি বাড়াবাড়ি করছে’।

মমতা দাবি করেন, আম্ফানের ত্রাণের ৯৯ শতাংশ মানুষ ক্ষতিপূরণ পেয়েছেন। বাকিটা জেলাশাসকদের ফিরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু কোনও কোনও রাজনৈতিক দল বেশি বাড়াবাড়ি করছে। মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম।‘

মমতা বলেন, দুর্নীতিগ্রস্তদের দল থেকে বার করে দিতে বলেছি। তার পরও এরা থামছে না।

বিজেপির দাবি, মমতার শাস্তির নির্দেশ কেবলমাত্র আই ওয়াশ। দল থেকে খাতায় কলমে বহিষ্কৃত হলেও তৃণমূলের হয়ে গোপনে কাজ করবেন ওই বহিষ্কৃত নেতারা।

Exit mobile version