Site icon Jamuna Television

শাহজালাল বিমানবন্দরে ৩১টি স্বর্ণের বারসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে ৩১টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

গতকাল সন্ধ্যায় দুইজন ব্যাক্তি ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে জিজ্ঞাসাবাদকালে এই স্বর্ণের বারগুলো তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভিতর থেকে আটক করা হয় এবং শুল্ক আইনে গ্রেফতার করা হয় দুজনকে। অভিযুক্ত দুজনের কাছ থেকে ৫.৮ কেজি ওজনের মোট ৩১ টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৯০ লক্ষ টাকা। ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বিকালে ঢাকায় অবতরণ করে। আকাশপথে ব্যাংকক থেকে আগত কোন যাত্রীর থেকে এই স্বর্ণ হস্তান্তর হয়েছে বলে ধারনা শুল্ক গোয়েন্দাদের।

গ্রেফতারকৃতদের আজ ভোরে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version