Site icon Jamuna Television

আইএসআইয়ের সুন্দরী নারীর ফাঁদে ভারতীয় সেনা

পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে গোপন তথ্য ফাঁস করে গ্রেফতার হলেন ভারতীয় বিমান বাহিনীর এক গ্রুপ ক্যাপ্টেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, দুই সুন্দরী নারীকে দিয়ে অর্জুনকে ফাঁদে ফেলেছিল আইএসআই। ফেসবুক, হোয়াটসঅ্যাপে চ্যাটের প্রলোভন দেখিয়ে অর্জুনের কাছ থেকে বিমান বাহিনীর অত্যন্ত গোপন তথ্য হাতিয়ে নিত আইএসআই। যার মধ্যে ছিল ডিফেন্স সাইবার এজেন্সি, ডিফেন্স স্পেস এজেন্সি ও একটি স্পেশাল অপারেশনস ডিভিশনের তথ্য।

বিমান বাহিনীর সদর দফতরে প্রশিক্ষণ চলার সময় গোপন নথির ছবি তুলতেন অর্জুন। এর পর চ্যাটের সময় হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে ছবি পাচার করতেন।

কয়েক দিন আগে ভারতীয় বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের সদর দফতরে কিছু গোপন নথির ছবি তোলার সময় তাকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা। এর পর কিছু অভিযোগ খতিয়ে দেখার পর তাকে গ্রেফতার করা হয়।

দিল্লির লোধি কলোনি থানায় তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

Exit mobile version