Site icon Jamuna Television

করোনা টেস্ট নয়, কুকুরের কামড় খেয়ে হাসপাতালে রণবীর

পোষা কুকুরের কামড় খেয়েই নাকি হাসপাতালে ছুটেছেন রণবীর কাপুর। রণবীরের নাকি বাড়িতেই রয়েছে দু’টি পোষা কুকুর রয়েছে। আর অভিনেতাকে নাকি সেই পোষ্যেরই কামড় খেতে হয়েছে।

জি নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে রণবীরকে কুকুরের কামড় দেয়। তবে তিনি জানান, লকডাউনের মধ্যেই মুখের ক্ষত সারাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে ঘটনাটি যাতে প্রকাশ্যে না আসে, তিনি তাই চুপিচুপিই ডাক্তারের কাছে গিয়েছিলেন বলে খবরে বলা হয়।

কিন্তু কিছু লোকজনের নজরে আসে সেটা। অনেকে মনে করেছিলেন কোভিড-১৯ টেস্ট করাতেই তিনি হাসপাতালে গিয়েছেন। পরে জানা যায়, তিনি আদতে কুকুরের কামড় খেয়েই হাসপাতালে গিয়েছিলেন।

তবে টাইমস অফ ইন্ডিয়া জানায়, দুই পোষ্যর ভালোবাসার আক্রমণ সাধারণ কোনো আঁচড় নয়, রীতিমতো রক্তারক্তি অবস্থা। তাই হাসপাতাল পর্যন্ত দৌড়াতে হয়েছে এই অভিনেতাকে।

Exit mobile version