Site icon Jamuna Television

ধারাবাহিকে ফেস শিল্ড পরে রোমান্সের ভিডিও ভাইরাল

ধারাবাহিকে ফেস শিল্ড পরে রোমান্সের ভিডিও ভাইরাল

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি ভারতীয় টিভি ধারাবাহিকগুলোর শুটিং শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মেনেই। এছাড়া বেশ কয়েকটি ধারাবাহিকের নতুন পর্ব প্রচারও হয়েছে। প্রচারিত ধারাবাহিকের মধ্যে আলোচনায় এসেছে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতে হ্যায়’। নাটকটিতে দেখানো হয়েছে রোমান্স ও বাইরে বের হওয়ার আগে মাস্ক, ফেস শিল্ড ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা। এরই মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধারাবাহিকের কিছু দৃশ্য ভাইরালও হয়েছে।

অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্টার প্লাস চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে অভিনয় শিল্পীরা তাদের শুটিংয়ের বিভিন্ন অভিজ্ঞতা জানাচ্ছেন। ভিডিওতে আরো দেখা গেছে শুটিং সেটে বিশেষ সতর্কতা অবলম্বন করা, স্যানিটাইজার ডিসপেন্সার, মেকআপ আর্টিস্টদের পিপিই ব্যবহার করতে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version