Site icon Jamuna Television

দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি: ১৫ জেলা প্লাবিত

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি, ৪ লাখ মানুষ পানিবন্দি

দেশের প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরের পর মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরইমধ্যে ১৫ জেলায় ঢুকে পড়েছে বানের জল।

পানি উন্নয়ন বোর্ডের হিসাবে, ১৫ জেলায় পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। মধ্যাঞ্চলে পদ্মা- যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। জামালপুরে প্রায় ৪ লাখ মানুষ হয়ে পড়েছেন পানিবন্দি।

রেল লাইনে পানি উঠে যাওয়ায় বন্ধ ইসলামপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল। বিশুদ্ধ পানি ও খাদ্য সঙ্কট দেখা দিয়েছে দুর্গত এলাকায়। কোরবানীর আগে গবাদি পশু নিয়ে বিপাকে অনেকেই। তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি এখনও বিপদসীমার আশপাশে বইছে।

Exit mobile version