Site icon Jamuna Television

আদালতে তোলা হলো সাহেদকে

ডিবি কার্যালয় থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদকে আদালতে তোলা হয়েছে। জানা যায় আদালতে সাহেদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। এর আগে তার নামে প্রতারণার অভিযোগে মামলা করা হয়।

নানা অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মেডিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে আবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়।

এর আগে, র‍্যাব সদর দফতর ঘুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বিরুদ্ধে করা প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করায় তাকে সেখানে নেয়া হয়।

Exit mobile version