Site icon Jamuna Television

অক্সফোর্ডের ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে ৮ হাজার ব্রিটিশ নাগরিক

ছবি- ইন্টারনেট

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার বহুল আলোচিত ‘কোভিড নাইনটিন’ ভ্যাকসিনের প্রথম ধাপের হিউম্যান ট্রায়ালের সাফল্যের খবর মিলতে পারে আজ।

এরইমাঝে ভ্যাকসিনটির নানা ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে। পরীক্ষার মাধ্যমে জানা গেছে, টিকাটি স্বেচ্ছাসেবকদের শরীরে তৈরী করেছে এন্টিবডি। গুরুত্বপূর্ণ টি-সেল তৈরি করছে, যা দেহের ভেতরে থাকা ভাইরাসকে মেরে ফেলবে।

বিজ্ঞানীদের দাবি, এ ভ্যাকসিনটি নিয়ে তারা ৮০ শতাংশ আত্মবিশ্বাসী। তারা আরও বলছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে আরও একটি সুসংবাদ পাওয়া যাবে। যা চলতি সপ্তাহেই চিকিৎসা বিষয়ক ম্যাগাজিন- ল্যানসেটে প্রকাশিত হতে পারে।

প্রায় ৮ হাজার ব্রিটিশ নাগরিক অক্সফোর্ড ভ্যাকসিনের পরীক্ষায় অংশ নিচ্ছেন। অবশ্য, যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ হ্রাস পাওয়ায় গবেষকরা ব্রাজিলের ৪ হাজার এবং দক্ষিণ আফ্রিকার দু’হাজার স্বেচ্ছাসেবক’কে টিকার পরীক্ষার জন্য বেছে নিয়েছেন।

বিশ্বখ্যাত গবেষক সারা গিলবার্ট ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দলের নেতৃত্ব দিচ্ছেন।

Exit mobile version