Site icon Jamuna Television

ইরানে ৭টি জাহাজে আগুন (ভিডিও)

ইরানে ৭টি জাহাজে আগুন

ইরানের বুশেহর বন্দরে অন্তত সাতটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর দ্যা গার্ডিয়ান।

বুধবার দেশটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, আগুনের ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এর আগে জুনের শেষ দিক থেকে ইরানের সেনাবাহিনী, পারমাণবিক এবং শিল্পাঞ্চলে বেশ কিছু বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জুলাইয়ের শুরুতে দেশটির আন্ডারগ্রাউন্ড নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানায়, তারা পারমাণবিক কেন্দ্রটিতে অগ্নিকাণ্ডের কারণ শনাক্ত করতে পেরেছে কিন্তু তা এখনই প্রকাশ করবে না।

তবে কয়েকজন ইরানি কর্মকর্তার দাবি, এটি সাইবার নাশকতা হতে পারে। এ ধরনের আক্রমণের জন্য তেহরান কোনো দেশকে ছাড় দেবে না বলেও সতর্ক করে দেন তারা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version