Site icon Jamuna Television

যে দ্বীপে পুরুষ প্রবেশ নিষিদ্ধ

পুরুষ প্রবেশ নিষেধ। লেডিস টয়লেট কিংবা পার্লারে পুরুষের নিষেধাজ্ঞা খুবই স্বাভাবিক। তবে আস্ত একটি দ্বীপে প্রবেশ করতে পারবে না! এটা কি সম্ভব? হ্যা, এমন দ্বীপের অস্তিত্ব আছে পৃথিবীতে। ফিনল্যান্ডের সমুদ্র উপকূলে একটি দ্বীপ খুঁজে পেয়েছিলেন ক্রিশ্চিয়ানা রোথ নামে এক  মার্কিন তরুণী। বাল্টিক সাগরের সবুজ নীল জলের উপর জেগে থাকা একটুকরো এই ভূখণ্ডটির তিনি নাম দিয়েছিলেন ‘‌সুপারসি’‌। তখনই মনে মনে পরিকল্পনা করে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানা দ্বীপটিতে শুধু মহিলাদের জন্য তৈরি করবেন।

এই রিসর্টের নামে সোশ্যাল মিডিয়ায় একটি কমিউনিটিও তৈরি করে ফেলেন ক্রিশ্চিয়ানা। তাঁর নামও রেখেছেন ‘‌সুপারসি কমিউনিটি’‌। তবে কেন এই ভাবনা চিন্তা?‌ তার উত্তরে ক্রিশ্চিয়ানা জানিয়েছেন, সবসময় পুরুষসঙ্গীকে নিয়েই বেড়াতে যেতে হবে এমন কোনও বাধ্যবাধকতায় তিনি বিশ্বাসী নন।

Exit mobile version