Site icon Jamuna Television

পশুর হাট বসানো নিয়ে যে পরামর্শ দিলো করোনা বিষয়ক কমিটি

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ও চট্টগ্রামে কোরবানীর পশুর হাট না বসানোর পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

পরামর্শক কমিটির উপসচিব ও ফোকাল পয়েন্ট শামীমা নাসরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পরামর্শ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকাসহ বিভিন্ন এলাকায় জীবন যাত্রা উদ্বেগজনক। এক্ষেত্রে করোনা সংক্রমণ রোধে ডিজিটাল পদ্ধতিতে পশু কেনাবেচার পরামর্শ দেয়া হয়। পাশাপাশি পশুর হাট বসানোর ক্ষেত্রেও দেয়া হয় পরামর্শ।

এর মধ্যে শহরের মধ্যে কোরবানীর পশুর হাট না বসানো, খোলা মাঠে পশুর হাট বসানো ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ৫০ এর বেশি বয়স্ক লোকদের বাজারে যাওয়া থেকে বিরত রাখা, পশুর হাটে প্রবেশ ও বের হওয়ার পৃথক ব্যবস্থা রাখা, হাটে আগত ব্যক্তিদের মাস্ক ব্যবহার নিশ্চিত করা, নির্ধারিত স্থানে কোরবানীর পশু জবাই করার পরামর্শ দেয়া হয়। একইসাথে কমিটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ও চট্টগ্রাম জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ রাখারও পরামর্শ দেয়।

Exit mobile version