Site icon Jamuna Television

দশ বছরে ফারুকী-তিশার সংসার

ঢালিউডে সুখী দম্পতির নাম মোস্তফা সরোয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। যাদের একজন বিখ্যাত পরিচালক, অন্যজন জনপ্রিয় অভিনেত্রী। ঢালিউডের এই জুটি প্রেম করে ২০১০ সালের ১৬ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন। আজ তাদের বিয়ের দশ বছর পূর্তি হলো। বিবাহবার্ষিকীর এদিনে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এ দম্পতি।

বিয়ের এই দিনটিকে ঘিরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিশা। তিনি লিখেছেন, দেখতে দেখতে বিয়ের দশটা বছর পেরিয়ে গেলো! আলহামদুলিল্লাহ ফর এভরিথিং!

বিয়ের এই দিনটিকে ঘিরে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন ফারুকী। নিজের বিয়ে নিয়ে বেশ কিছু আবেগ মেশানো মজার তথ্য শেয়ার করেছেন এই নির্মাতা। লিখেছেন, দশ বছরে অনেককিছু বদলে গেছে। আমার দাড়ি ধুসর হয়েছে, লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে, করোনাভাইরাস এসেছে। অনেককিছু বদলেছে। কিন্ত আমাদের ভালোবাসাটা আগের মতোই রয়েছে।

ফারুকী ও তিশার স্ট্যাটাসের মন্তব্যের বক্স শুভেচ্ছাবার্তায় ভেসে গেছে।

Exit mobile version