Site icon Jamuna Television

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি

বছরের প্রথম তিন মাসে রেকর্ড ধসের পর হঠাৎই ঘুরে দাঁড়িয়েছে চীনের অর্থনীতি। এপ্রিল থেকে জুন পর্যন্ত পরের তিন মাসে দেশটির প্রবৃদ্ধি বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ।

করোনাভাইরাস মহামারি ও লকডাউনের প্রভাবে, বছরের শুরুতেই বড় ধরনের অস্থিরতা তৈরি হয় বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে। জানুয়ারি থেকে মার্চে প্রবৃদ্ধির হার কমে অন্তত ৬ দশমিক ৮ শতাংশ। তবে জুনের শেষে এসে জিডিপি ঊর্ধ্বমুখী এবং স্থিতিশীল বলে বুধবার প্রতিবেদন প্রকাশ করে বেইজিং।

পরিসংখ্যান বলছে, বিশেষজ্ঞদের ধারণার চেয়ে অনেকটা বেশি এবং বেশ দ্রুতই উন্নতি লাভ করেছে চীনা অর্থনীতি। ফলে আপাতদৃষ্টিতে অর্থনৈতিক মন্দা চীন এড়াতে পেরেছে বলেও মত গবেষকদের।

Exit mobile version