Site icon Jamuna Television

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

করোনায় মৃত ৩৯ জন সম্পর্কে যা জানানো হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪৯৬ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৮৯টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৭৩৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪০ জন। সব মিলে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, মৃত ৩৯ জনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী। এ পর্যন্ত ১ হাজার ৯৭১ জন পুরুষ এবং ৫২৫ জন নারী মৃত্যুবরণ করেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ০-১০ বছরের মধ্যে ১ জন, ১১-২০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৩ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১২ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১৫ জন, ৭১-৮০ বছরের মধ্যে ৪ জন, ৮১-৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

এলাকাভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ২ জন, সিলেট বিভাগে ৩ জন, রংপুর বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ৬ জন মৃত্যুবরণ করেছেন।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু হয়। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

Exit mobile version