Site icon Jamuna Television

সুশান্তের মৃত্যুর একমাস পর নিজেকে ‘সুশান্তের প্রেমিকা’ স্বীকার করলেন রিয়া

সুশান্তের মৃত্যুর একমাস পর অবশেষে নিজেকে সুশান্তের প্রেমিকা বলে প্রকাশ্যে স্বীকার করে নিলেন রিয়া চক্রবর্তী। খবর হিন্দুস্তান টাইমস’র।

সুশান্তের মৃত্যুর পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সুশান্তের এই বান্ধবী। বৃহস্পতিবার সব জল্পনায় পানি ঢেলে নিজের মুখে প্রথমবার স্বীকার করে নিলেন, তিনি সুশান্তের প্রেমিকা।

সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের আবেদন জানিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করে রিয়া লিখেন,’আমি রিয়া চক্রবর্তী, সুশান্ত সিং রাজপুতের গার্লফ্রেন্ড। এক মাস হল ওর আচমকা চলে যাওয়ার। আমার সরকারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। তবুও সঠিক বিচারের স্বার্থে আমি হাতজোড় করে প্রার্থনা করছি দয়া করে সিবিআই তদন্তের অনুমতি দেওয়া হোক। আমি শুধু বুঝতে চাই কোন চাপে পড়ে এই ধরনের একটা সিদ্ধান্ত ও নিল। সত্যমেব জয়তে’।

এরআগে, ২০১৯ মার্চ-এপ্রিল থেকেই রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের প্রেমের গুঞ্জন শুরু হয়। একসঙ্গে ইভেন্টে যাওয়া বা জিমে যাওয়া-সবটাই চলেছে পুরোদমে। কিন্তু মিডিয়া যখনই প্রেম সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছে তখন সদুত্তোর মেলেনি দুজনের কাছ থেকেই।

Exit mobile version