Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড আক্রান্ত

যুক্তরাষ্ট্রে আবারও রেকর্ড আক্রান্ত

২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্তে ফের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। এই সময়ে ৬৮ হাজারের বেশি শনাক্ত দেখেছে দেশটি।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা পর্যন্ত (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে ৬৮ হাজার ৪২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

একদিনে শনাক্তে আগের রেকর্ডটি হয়েছিল আগের দিন বুধবার, ৬৭ হাজার ৬৩২ জন। নতুন ৬৮ হাজারের বেশি শনাক্ত নিয়ে দেশটিতে মোট করোনারোগী দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬০ হাজার ৩৬৪ জন, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক চতুর্থাংশ। ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৩৪ জন। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ২০১ জনে।

করোনা সংক্রমণ বাড়ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ, পশ্চিম পূর্বাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে। টেক্সাস, ফ্লোরিডা, আলাবামা, ক্যালিফোর্নিয়া, ওকলাহোমা থেকে রেকর্ড শনাক্ত ও মৃত্যুর খবর আসছে। আশঙ্কার কথা হলো- বিশেষজ্ঞরা বলছেন, দেশটি এখনো করোনা সংক্রমণের প্রথম ধাপেই রয়েছে।

Exit mobile version