Site icon Jamuna Television

জীবনে এই ৬ ধরনের মানুষের থেকে দূরে থাকার পরামর্শ অমিতাভের

জীবনে এই ৬ ধরনের মানুষের থেকে দূরে থাকার পরামর্শ অমিতাভের

করোনায় আক্রান্ত বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে নিয়ে উৎকণ্ঠা কাটেনি এখনো। কিংবদন্তি এই তারকার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ার পর তার শারীরিক অবস্থা জানতে উন্মুখ তার ভক্ত-অনুরাগীরা।

সম্প্রতি হাসপাতালে চিকিৎসাধীন বিগ বি তার এক টুইট বার্তায় লিকেছেন, যারা ঈর্ষা প্রকাশ করে, যারা অন্যদের অপছন্দ করে, যারা অসন্তুষ্ট থাকে, ক্রুদ্ধ হয়, এমনকি সন্দেহ করে, যারা অন্যকে দূরে রাখে এই ছয় ধরনের ব্যক্তির জীবন দুঃখে ভরা থাকবে। যখনই সম্ভব নিজেকে এ ধরনের লোক থেকে দূরে রাখার চেষ্টা করবেন।

করোনায় আক্রান্ত অমিতাভ ও তার সন্তান বলিউড তারকা অভিষেক বচ্চনকে কমপক্ষে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। পাঁচ-ছয় দিন পর তাদের ফের করোনা পরীক্ষা করা হবে। এর আগে অভিষেক এক টুইট বার্তায় জানান, চিকিৎসকেরা যত দিন চাইবেন, ঠিক তত দিন হাসপাতালে থাকবেন তারা।

অপর এক টুইট বার্তায় অভিষেক জানান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার মেয়ে আরাধ্যা বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।

এদিকে অমিতাভের বাসভবন জলসাকে এরই মধ্যে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে সেটিকে সিল করে দিয়েছে বিএমসি।

Exit mobile version