Site icon Jamuna Television

টাঙ্গাইলে একটি বাড়ি থেকে চারজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলে বাড়ির ভেতরে চারজনের লাশ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বর্তমানে বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, চারজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। সকাল ৯টার দিকে মধুপুর পৌর এলাকার মাস্টারপাড়া থেকে মরদেহগুলো থানায় নেয়া হয়। নিহতরা হলেন, গনি মিয়া, তার স্ত্রী তারিজরন, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।

স্থানীয়রা জানিয়েছে, বছরখানেক আগে মাস্টারপাড়ায় বাড়ি করে বসবাস শুরু করেন গনি মিয়া। সকালে তাদের বাড়ি থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে পুলিশে খবর দেয়া হয়।

Exit mobile version