Site icon Jamuna Television

করোনা মোকাবেলায় ১ হাজার ৩০ কোটি ডলারের সহায়তা চেয়েছে জাতিসংঘ

দরিদ্র দেশ গুলোতে করোনা ভাইরাস মোকাবেলায় ১ হাজার ৩০ কোটি ডলারের সহায়তা চেয়েছে জাতিসংঘ। খাদ্য এবং চিকিৎসা নিরাপত্তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই তহবিল গঠনের আহ্বান জানানো হয়। জাতিসংঘের পক্ষ থেকে এ যাবতকালের সবচেয়ে বড় তহবিল এটি।

সংস্থাটি বলছে, বিভিন্ন দেশে লকডাউনের কারণে কর্মহীন অবস্থায় দিন কাটছে লাখ লাখ শ্রমিকের। এছাড়া যুদ্ধ বিধ্বস্ত দেশ গুলোর সক্ষমতা নেই করোনা পরিস্থিতি মোকাবেলার। এসব পরিস্থিতি বিবেচনায় মোটা অংকের সহায়তা প্রয়োজন।

জাতিসংঘ সতর্ক করেছে, কোভিড নাইনটিন পরিস্থিতির কারণে বছরের শেষ নাগাদ অনাহারের মুখে পড়তে পারে সাড়ে ২৬ কোটি মানুষ। তাই এখনই ব্যবস্থা নেয়া প্রয়োজন।

Exit mobile version