Site icon Jamuna Television

ভিক্ষে করে বেড়ান, লাখ টাকা দিলেন রোদে শুকাতে

মন্দিরে মন্দিরে ভিক্ষা করে বেড়ান। এভাবেই দিন কাটে এক বৃদ্ধার। কয়েকদিন আগে ভাঙা বাড়িতে বৃষ্টির পানি ঢুকে পড়ে। পরে ঘর পরিষ্কার করে জমানো টাকা রোদে শুকাতে দেন তিনি। এরপরই গ্রামের সবার চোখে পড়েন তিনি। এ ঘটনা ভারতের কেরালার কোট্টায়ামে। খবর নিউজ ১৮।

জানা যায়, ২৫ বছর ধরে ভিক্ষে করে ওই বৃদ্ধা যা টাকা পেয়েছেন তা সবই এক পোটলায় রেখেছেন। রোদে শুকাতে দিলে পুলিশ সে টাকা গুনে ব্যাংকে তার নামে অ্যাকাউন্ট খুলে জমা দিয়ে দেয়। দেখা যায় ওই পোটলায় ব্যান হয়ে যাওয়া নোটও ছিল। প্রায় ৩২ হাজার টাকার মতো অচল নোট পাওয়া যায়। বাকি ১ লাখ ১০ হাজার টাকা পাওয়া যায়। না খেয়ে ২৫ বছর ধরে এই টাকা সঞ্চয় করেছেন ওই বৃদ্ধা। নিজেও জানতেন না কত টাকা আছে!

Exit mobile version