Site icon Jamuna Television

একঘণ্টায় মরবে করোনাভাইরাস!‌

‌এবার এক ঘণ্টায় মারা যাবে করোনাভাইরাস। এমন সারফেস কোটিং তৈরি করেছেন হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। কোটিংটি বিভিন্ন জিনিসের ওপর রং করার মতো করে মাখিয়ে দিলেই একঘণ্টায় মরবে করোনাভাইরাস। ACS Applied Materials & Interfaces–নামে একটি পত্রিকায় এই বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। খবর নিউজ ১৮।

গবেষণাপত্রে বলা হয়, এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে গবেষকরা গবেষণা চালাচ্ছেন। তাদের বিষয় ছিল- কীভাবে কোনও সারফেস বা তলের ওপর ভাইরাসের প্রভাব কমিয়ে ফেলা যায়। সেই ধারনা থেকে এই কোটিং তৈরি করা হয়েছে। স্টিল বা কাঁচের ওপর কোটিংটি মাখিয়ে দেওয়ায় ৯৯ শতাংশ ভাইরাসের মৃত্যু হয়েছে। বর্তমানে এক ঘণ্টার জন্য পরীক্ষা করা হয়েছে, তবে আরও কম সময়ের ব্যবধানের পরীক্ষাও করা হবে।

আরও জানানো হয়, কোটিংটি কোথাও লাগালে সামান্য হাত লেগে উঠে যাবে না। ব্লেড দিয়ে ঘষেও এটিকে তোলা সম্ভব নয়। ফলে দীর্ঘক্ষণের জন্য যেখানে মাখিয়ে রাখা হবে সেখানটা ভাইরাস মুক্ত থাকবে।

Exit mobile version