Site icon Jamuna Television

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১

আসামে আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। রাজ্যটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। ২৭টি জেলায় পানিবন্দি রয়েছে ৪০ লাখের বেশি মানুষ।

স্থানীয় প্রশাসনের উদ্যোগে চলছে উদ্ধার তৎপরতা। বন্যা কবলিত অঞ্চল গুলোতে চরম খাদ্য ও নিরাপদ পানির সংকট দেখা দিয়েছে। বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় অনাহারে-অর্ধাহারে দিন পার করছে বেশির ভাগ মানুষ। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছন নিম্ন আয়ের পরিবার গুলো। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় দেড় লাখ হেক্টর ফসলি জমি। সংকট সমাধানে জরুরি সহায়তার আহবান করা হয়েছে।

এদিকে, মহারাষ্ট্রে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে মুম্বাইয়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া অফিস বলছে, রাজধানী দিল্লি এবং উত্তরাখান্ডেও ভারি বৃষ্টিপাত এবং বন্যা দেখা দিতে পারে।

Exit mobile version