Site icon Jamuna Television

বিয়েবাড়িতে বরের জুতা চুরি, যুবককে পিটিয়ে হত্যা

বিয়েবাড়িতে বরের জুতা চুরির অভিযোগে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রামসরন (৪২)। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বুধবার রাতে বাদাউনের সুরজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিয়ের অনুষ্ঠানে বর সুরেন্দ্র তার জুতা দেখতে না পেয়ে ক্ষেপে যান। এর পরই সন্দেহ করা হয় রামসরনই জুতা লুকিয়েছে। আর সেই সন্দেহের বশেই ওই ব্যক্তিকে মারধর শুরু করেন সুরেন্দ্র ও তার বন্ধুরা। পিটিয়ে আহত করার পর গুরুতর আহতাবস্থায় জেলা হাসপাতালে রামসরনকে ভর্তি করা হলেও সেখানেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের পরিবার থানায় অভিযোগ করেছে। পুলিশ ইতিমধ্যে বর সুরেন্দ্র ও তার চার বন্ধুর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে।

Exit mobile version