Site icon Jamuna Television

নুরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় পাবনায় দোয়া মাহফিল

পাবনা প্রতিনিধি:

দেশের প্রখ্যাত শিল্পপতি যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর আত্মার মাগফেরাত কামনায় পাবনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা পাবনার ঐতিহাসিক চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদে যুগান্তর স্বজন সমাবেশ, পাবনা’র উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা ছিবগাতুল্লাহ।

দোয়া মাহফিলে চাঁপা বিবি ওয়াকফ এস্টেট জামে মসজিদের মোতায়াল্লী ও উত্তরবঙ্গ ট্রাক মালিক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান মোহন, মাহাতাব বিশ্বাস ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজী (মাস্ট)’র চেয়ারম্যান আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ) আলহাজ্ব আব্দুল হান্নান, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি সনম রহমানসহ দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন।

মাহফিলে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর দরবারে মোনাজাতে শরিক হন।

Exit mobile version