Site icon Jamuna Television

বাগেরহাটে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করায় ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজারসহ ৭ জনকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছে।

শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল চরসিংগাতী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অনিন্দ্য মন্ডল জানান, মধুমতি নদীর চরসিংগাতী এলাকায় থেকে নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউনুস চৌধুরী একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় আটক করা হয় অবৈধ ড্রেজার মালিক ইউনুস চৌধুরীসহ ৭ জনকে।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলেও নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মণ্ডল।

Exit mobile version