Site icon Jamuna Television

ভারত ও চীন দু’দেশের মানুষকেই ভালোবাসি: ট্রাম্প

‘ভারত ও চীন দু’দেশের মানুষকেই ভালোবাসি। আমি চাই দু’দেশের মধ্যকার শান্তি বজায় থাকুক।’
লাদাখে ভারত ও চীনের মধ্যকার সীমান্ত সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটাই মন্তব্য করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস-সচিব কালেলি ম্যাকেনি। খবর এনডিটিভি’র।

ট্রাম্প বলেন, ‘আমি ভারতের এবং চীনের মানুষকে ভালবাসি। তাই জনগণের জন্য দু’দেশের মধ্যে শান্তি বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করতে চাই’,

হোয়াইট হাউসের প্রেস-সচিব কালেলি ম্যাকেনি বলেন, সম্প্রতি পূর্ব লাদাখে ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর দু’দেশের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এসময় হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো ভারতকে আমেরিকার বন্ধু হিসাবে বর্ণনা করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একে অপরের দুর্দান্ত বন্ধু।

Exit mobile version