Site icon Jamuna Television

প্রতিশোধ এবং দেনা শোধ এড়াতেই ফাহিমকে হত্যা?

৯০ হাজার ডলার চুরির দায়ে চাকরিচ্যুত হয়েছিলেন নিউইয়র্কে হত্যার শিকার বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ’র সন্দেহভাজন হত্যাকারী। শুক্রবার গ্রেফতারের পর সালেহ’র সাবেক ব্যক্তিগত সহকারী টাইরিস ডেভোন হাসপিলের বিরুদ্ধে হত্যা অভিযোগ গঠন করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরির অভিযোগে কাজ থেকে ছাঁটাই করলেও দয়াপরবশ হয়ে ২১ বছর বয়সী টাইরিসের বিরুদ্ধে কোনো পুলিশি ব্যবস্থা নেননি সালেহ। বরং ধীরে ধীরে বিপুল অঙ্কের ওই অর্থ পরিশোধের সুযোগ দিয়েছিলেন তিনি।

ধারণা করা হচ্ছে, চাকরিচ্যুত হওয়ার প্রতিশোধ নিতে এবং দেনা শোধ এড়াতে সালেহকে হত্যার পথ বেছে নেন আফ্রো-আমেরিকার নাগরিক টাইরিস।

গেলো মঙ্গলবার ম্যানহাটনে নিজ বাড়ি থেকে বাংলাদেশি রাইড শেয়ারিং অ্যাপস পাঠাওয়ের অন্যতম উদ্যোক্তা ফাহিমের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক অপরাধীচক্রের কাজ বলে ধারণা করা হলেও পরে গোয়েন্দা তথ্যে ব্যক্তিগত আক্রোশের বিষয়টি স্পষ্ট হয়।

Exit mobile version