Site icon Jamuna Television

সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি আর্সেনাল ও ম্যানসিটি

এফএ কাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত পৌনে একটায়। কাগজ কলমের লড়াইয়ে সেমিফাইনালে ফেভারিট হিসেবে মাঠে নামবে ম্যানসিটি।

লিগ শিরোপা হারানোর পর কাপ জয়ে সেরাটা দেবার ঘোষণা দেন কোচ গার্দিওলা। তাই সম্ভাব্য সেরা দল নিয়ে একাদশ গড়বে সিটিজেনরা। পুরনো চোটে মাঠের বাইরে আগুয়েরো, নতুন করে ইনজুরিতে পড়েছে কাপে নিয়মিত খেলা গোলরক্ষক ক্লাউদিও ব্রাভো।

অন্যদিকে টুর্নামেন্টটা এফএ কাপ বলেই সমান সুযোগ আছে আর্সেনালের। নিজেদের সবশেষ ১২ সেমিফাইনালের ৯টি জিতে ফাইনালে উঠার দুর্দান্ত ট্রাক রেকর্ড আছে গানারদের। সেই সাথে এফএ কাপের সর্বাধিক ১৩টি ট্রফিও জিতেছে আর্সেনাল।

এই ম্যাচের আগে নতুন কোন চোট সমস্যা নেই আর্টেটার দলের। তবে সিটির বিপক্ষে সবশেষ ৭ ম্যাচে জয় না পাওয়াটা দুশ্চিন্তায় ফেলেছে সমর্থকদের।

Exit mobile version