Site icon Jamuna Television

ট্রফি জয়ের পরদিনই অনুশীলনে জিদান শীষ্যরা

করোনাভাইরাসের কারণে আনাড়ম্বর আয়োজনে ৩৪তম লিগ শিরোপা উদযাপন করেছে রিয়াল মাদ্রিদ। এমনকি ট্রফি জয়ের পরদিনই অনুশীলন করেছে জিদান শীষ্যরা।

যে কোন বড় শিরোপা জয়ের পর প্রথা মেনে দেবী “সিবেলেসের” মুর্তিকে ট্রফি উৎসর্গ করে উদযাপন শুরু করে রিয়াল মাদ্রিদ। কিন্তু কোভিড- ১৯ মহামারির কারণে এবার সেই প্রথা সহ আড়ম্বর সব কিছুই বাদ দিয়েছে ব্লাঙ্কোসরা। ভালদেবাসে পুরো দল নিয়ে ডিনার করার পাশাপাশি ছোট আয়োজনে হয়েছে উদযাপন। সেই সাথে শিরোপা জয়ের পর দিনই অনুশীলন শুরু করেছে জিদানের দল।

রবিবার নিয়ম রক্ষার শেষ লিগ ম্যাচে রাত ১টায় লেগানেসের মুখোমুখি হবে ব্লাঙ্কোসরা। তবে রিয়লের মূল লক্ষ্য এখন সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জয়ী হয়ে সেমি নিশ্চিত করা। যদিও ঘরের মাঠে প্রথম লিগের সিটিজেনদের কাছে ২-১ গোলে হেরে ব্যাক ফুটে রিয়াল।

Exit mobile version