Site icon Jamuna Television

করোনা নিয়ে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বিষয়ক সব বিজ্ঞাপন নিষিদ্ধ করছে গুগল

বিপজ্জনক বিষয়বস্তু বিবেচনায় করোনাভাইরাস নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বিষয়ক সব ধরনের বিজ্ঞাপন ও প্রকাশনা নিষিদ্ধ করতে যাচ্ছে গুগল। এর আওতায় পড়বে ভাইরাসের উৎস এবং মহামারির বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সাংঘর্ষিক বিষয়বস্তু।

ফলে আদতে ভাইরাসটির অস্তিত্ব নেই বা জীবাণু বোমা হিসেবে ল্যাবে ভাইরাসটির তৈরি হওয়া কিংবা ধনকুবের বিল গেটস ভাইরাসটি তৈরি করেছেন- এ ধরনের তত্ত্বগুলো গুগল প্ল্যাটফর্মে মনিটাইজ হবে না। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনে এ ধরনের তথ্য প্রকাশে মিলবে না কোনো অর্থ। আগেই কোভিড-১৯ প্রতিরোধের ক্ষতিকর উপায়, অলৌকিক প্রতিকার এবং প্রতিষেধকবিরোধী প্রচারণা নিষিদ্ধ করেছে গুগল।

Exit mobile version