Site icon Jamuna Television

কোটালীপাড়ায় বাঁশের আঘাতে ভ্যান চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাঁশের আঘাতে সুজন শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুজন উপজেলার চিশতী গ্রামের রিয়াজুল শেখের ছেলে।

জানা গেছে, শনিবার সকালে কোটালীপাড়া ঘাঘর বাজারে রাস্তার পাশে থাকা বাঁশের হাট থেকে ক্রেতা বাঁশ কিনে নসিমনে উঠাচ্ছিলেন। এসময় ওই ভ্যান চালক দ্রুতগতিতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বাঁশের সামনের অংশ তার গলায় লাগে। এতে সে মারাত্নক আহত হয়। দ্রুত তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান ওসি।

Exit mobile version