Site icon Jamuna Television

সংবাদকর্মীদের চাকরিচ্যুতি করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলো ও দ্যা নিউ ন্যাশন’সহ বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীদের বেতন বন্ধ রেখে চাকরিচ্যুতি করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সংবাদকর্মীরা।

দুপুরে কারওয়ান বাজার এলাকায় এই বিক্ষোভে অংশ নেয় ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা কর্মীরা।

তারা বলেন, গণমাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে হবে। সাংবাদিক ছাঁটাই বন্ধ করে কার্যকর করতে হবে নবম ওয়েজবোর্ড। পত্রিকা দু’টির প্রকাশক-মালিকরা করোনা মহামারি মধ্যে সংবাদকর্মীদের বেতন বন্ধ রেখে অমানবিক আচরণ করছেন বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

নেতারা বলেন, দ্রুত এই সংকটের সমাধান করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।

Exit mobile version