Site icon Jamuna Television

করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে বাসায় ফিরেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। শুক্রবার সন্ধ্যায় তার রিপোর্ট করোনা নেগেটিভ আসার পর শনিবার সকালে প্রতিমন্ত্রী বারিধারার নিজ বাসভবনে ফেরেন। খবর ইউএনবি।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ‘অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্ক্ষী যারা আমার জন্য উদ্বিগ্ন ছিলেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারি।’

গত ১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

Exit mobile version