Site icon Jamuna Television

সাবেক হুইপ আশরাফ হোসেন মারা গেছেন

ক্যান্সার আক্রান্ত সাবেক হুইপ মো. আশরাফ হোসেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। খবর ইউএনবি।

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন খুলনা-৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। হুইপ হিসেবে তিনবার জাতীয় সংসদে দায়িত্ব পালন করেন তিনি।

এক-এগারোর পটপরিবর্তনের পর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর রাজনীতি থেকে তিনি নিজেকে গুটিয়ে নেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

Exit mobile version