Site icon Jamuna Television

রমেকে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার:

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১০টায় নগরীর সাহেব বাজারে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন। রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, নানা অযুহাতে চিকিৎসকরা সেবা না দেয়ায় সাধারণ রোগীরা কাঙ্খিত সেবা পাচ্ছে না। অন্যদিকে চিকিৎসকদের অবহেলায় আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগী। করোনা রোগীদের জন্য খ্রীষ্টান মিশন হাসপাতাল নির্ধারণ করা হলেও সেখানে রোগীরা সুস্থ্য হওয়ার পরিবর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।

Exit mobile version