Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের বাকি ৪ ম্যাচের তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের বাংলাদেশের বাকি ৪ ম্যাচের তারিখ ঘোষণা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনস-এএফসি।

৭ অক্টোবর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ১৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বকাপের এবারের আসরের আয়োজক কাতার। ১২ নভেম্বর ভারতের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। আর ওমানকে বাংলাদেশ স্বাগত জানাবে ১৭ নভেম্বর।

৩১ জুলাই জানা যাবে ম্যাচের সময় ও ভেন্যু। বিশ্বকাপ বাছাইকে ঘিরে ৭ আগস্ট থেকে গাজীপুরের একটি রিসোর্টে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৩ আগস্ট থেকে কোভিড টেস্ট করাবেন ফুটবলাররা। ৪ থেকে ৫ জনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলনের কথা রয়েছে জাতীয় দলের।

ইউএইস/

Exit mobile version