Site icon Jamuna Television

গুনামেজু বৌদ্ধ বিহারে ভান্তে নিয়োগ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে মানববন্ধন

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং রাখাইন পাড়ায় শত বছরের পুরোনো গুনামেজু বৌদ্ধ বিহার ভেঙ্গে ফেলা ও নতুন বিহারে ভান্তে নিয়োগ নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে।

একপক্ষ দাবি করেছে বৌদ্ধ সম্প্রদায়ের সর্বোচ্চ নেতাদের না জানিয়ে সন্ত্রাসী কায়দায় পুরোনো বিহারটি ভেঙ্গে ফেলা হয়েছে। অপরপক্ষের দাবি নতুন বিহার নির্মাণের পর নিয়ম মেনেই পুরোনো বিহারটি ভাঙ্গা হয়েছে।

এনিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকালে বিহারের সামনে মানববন্ধনে রাখাইন সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এতে তারা বিহার ভাঙ্গার বিচার দাবি করেন এবং পুরোনো ভান্তেকে নতুন বিহারে স্থান দেয়ার দাবি জানান।

গত বৃহস্পতিবার (১৬ জুলাই) এক পক্ষ বিহারটি ভেঙ্গে ফেলে পরদিন (শুক্রবার) মানববন্ধন করে অপরপক্ষ।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, মূলত বিহারের ভান্তেকে নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। এক পক্ষ পুরোনো বিহারের ভান্তেকে নতুন বিহারেও ভান্তে হিসাবে রাখার দাবি জানান। অপরদিকে নতুন বিহার নির্মাণকারী গ্রুপ নতুন ভান্তে নিয়োগ করেন। এনিয়ে উভয় পক্ষের দ্বন্দ্ব চলছে।

স্থানীয় সাংসদসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ বিষয়টি মিমাংসার চেষ্টা করছেন বলে জানান তিনি।

Exit mobile version